ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ
ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ।
নতুন এই পরিষদ গ্রামের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন গ্রামের যুবকরা।
নতুন সংগঠনে সবাই হাতে হাত রাখে কাজ করার অঙ্গিকার করেছেন।
এই সংগঠন দল-বল নির্বিশেষে কাজ করতে দুঃখী মানুষের হয়ে,কাজ করবে অসহায় মানুষের সর্বদা পাশে থাকবে গ্রামের যে কোনো খারাপ সময়ে সকলের পাশে।
নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ গ্রামের যুবক ও প্রবাসীদের সহযোগিতা নিয়ে চলবে।
আসুন সকলে পাশে থাকি ঐক্য পরিষদের টাকা,শ্রম,শক্তি,কথা দিয়ে এগিয়ে নিয়ে যাই গ্রামকে উন্নয়নের উচ্চতায়।
ADMIN-ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর
রিপোর্ট-Jahed Ahmed Nipu
Date-16/04/2024
Time-7.00PM


Comments
Post a Comment