ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ।

নতুন এই পরিষদ গ্রামের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন গ্রামের যুবকরা।

নতুন সংগঠনে সবাই হাতে হাত রাখে কাজ করার অঙ্গিকার করেছেন।

এই সংগঠন দল-বল নির্বিশেষে কাজ করতে দুঃখী মানুষের হয়ে,কাজ করবে অসহায় মানুষের সর্বদা পাশে থাকবে গ্রামের যে কোনো খারাপ সময়ে সকলের পাশে।

নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ গ্রামের যুবক ও প্রবাসীদের সহযোগিতা নিয়ে চলবে।

আসুন সকলে পাশে থাকি ঐক্য পরিষদের টাকা,শ্রম,শক্তি,কথা দিয়ে এগিয়ে নিয়ে যাই গ্রামকে উন্নয়নের উচ্চতায়।

ADMIN-ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর

রিপোর্ট-Jahed Ahmed Nipu

Date-16/04/2024

Time-7.00PM

Comments

Popular posts from this blog

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়