বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৩-২৪ সেশনে ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখা থেকে যারা নির্বাচিত হয়েছেন?

💝অভিনন্দন💝 ও 💝শুভ কামনা 💝

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৩-২৪ সেশনে,

আমাদের ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখা থেকে :-

◼️সেবুল আহমদ,

সহ সাংগঠনিক সম্পাদক। 

◼️হাফিজ কামরুল ইসলাম, 

প্রশিক্ষণ সম্পাদক। 

◼️এমাদুর রহমান, 

সহ প্রচার সম্পাদক। 

◼️আলভি হোসেন হানিফ, 

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক। 

◼️সাদিক আহমদ,

সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। 

◼️রবিউল ইসলাম, 

সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। 

◼️আব্দুর রহমান অপু,

সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। 

◼️সাইদুল ইসলাম শাকিল,

নব নির্বাচিত সদস্য। 

◼️রেজাউল হক,













৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন থেকে নব-নির্বাচিত সদস্য পদে নির্বাচিত করায় মৌলভীবাজার জেলা ও বড়লেখা উপজেলা তালামীয কে NB WORLD এবং ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পক্ষ থেকে মোবারক বাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।


আশাকরি নব-নির্বাচিত সভাপতি থেকে শুরু করে সদস্য পদের সকল নেতৃবৃন্দের উপযুক্ত নেতৃত্বে বড়লেখা উপজেলা তালামীযের কার্যক্রম আরও বেগবান হয়ে এগিয়ে যাবে।


রিপোর্ট-জাহেদ আহমদ নিপু

Admin-NB WORLD

Comments

Popular posts from this blog

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়