বিয়ানীবাজারে অপহরণের পর তরুণীর নগ্ন ছবি তুলে বখাটে রাফি

 


স্টাফ রিপোর্টার:

 

তরুণীর নগ্নছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে বিয়ানীবাজারের এক আওয়ামীলীগ নেতার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আবিদ হোসেন রাফি (২১) নামের ওই বখাটেকে আছিরগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে।

 

স্থানীয়ভাবে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে আইইএলটিএস ক্লাস করার সময় থেকে খাগাইল এলাকার ওই তরুণীকে বিরক্ত করতো আবিদ হোসেন রাফি। এ নিয়ে কয়েকদফা সালিশ বৈঠক হয় এবং ভবিষ্যতে ওই তরুণীকে আর বিরক্ত করবেনা মর্মে অঙ্গিকার করে বখাটে সে। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ানীবাজারের কাকরদিয়া এলাকার এক আমেরিকান পাত্রের সাথে ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়। আর এমন খবর পেয়ে ওই তরুণীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রাফি। সেখানে তাকে জিম্মী করে নগ্ন ছবি তুলে সে। আর জোরপূর্বক তোলা তরুণীর নগ্নছবি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয় রাফি। এতে ওই তরুণীর বিয়ে ভেঙ্গে যায়। গোলাপগঞ্জ থানায় দায়ের করা মামলায় এমনটি উল্লেখ করেছেন বাদী নিজে।

 

এদিকে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে মেয়ের নগ্নছবি দেখে গোলাপগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তরুণীর পিতা।

স্থানীয় ইউপি সদস্য ফায়দুল ইসলাম জানান, তরুণীকে বিরক্ত করার অভিযোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে ওই তরুণীকে যৌন হয়রানী করতো বলে রাফি স্বীকার করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতার তরুণের নিজের ফেসবুক আইডি থেকে তরুণীর নগ্নছবি ছড়িয়ে দেয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন।


NB WORLDNB World

Comments

Popular posts from this blog

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়