রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে গুনিজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

 


রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে 

গুনিজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন। 


রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্টাতা মাওলানা মুহাম্মদ শাহিনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন রাহবার এর সদস্য জাফর আহমদ, হামদে বারি তায়ালা পাঠ করেন রাহবার এর সদস্য শাকিল সাফওয়ান তাওহীদ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন রাহবার এর সদস্য শাহীন আহমদ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ কে প্রবাসী জনাব মাষ্টার মুহাম্মদ বুরহান উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী জনাব রহমান সাহাব সাহেব, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী জনাব আব্দুল্লাহ আমিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব সাদিক আহমদ সাহেব, এসময় উপস্থিত ছিলেন রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা জনাব মাষ্টার মুহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, মাওলানা সাইদুল ইসলাম সাহেব,মাওলানা সাহেদ আহমদ জুয়েল, মাওলানা সেলিম উদ্দিন সাহেব, মাওলানা হাফিজুর রহমান সাহেব,

উপস্থিত ছিলেন রাহবার এর দিক নির্দেশক জনাব লিটন আহমদ, জনাব আবু তাহের। 

রাহবার ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান, অতিথি বৃন্দের অনেক ভালো লেগেছে এবং আমাদের কার্যক্রম দেখে উনাদের অনেক ভালো লাগে বলে জানান। তিনি বলেন আমাদের এরকম কাজ চালিয়ে যাওয়ার জন্য।


আমাদের প্রত্যেক প্রোগ্রাম আর কার্যক্রম অনলাইনের মাধ্যমে ভাই বন্ধু আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রয়েছেন। যারা রাহবারের পরিবেশনাকে ভালবাসেন এবং আপনারা দেখেন। 

বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ভলোবেসে প্রকাশ করেন। 

আপনাদের এ ভালোলাগা আমরা কাজ করার এবং নতুন কিছু উপহার দেয়ার উৎসাহ পাই।


কিছু কথা না বললেই নয়।

আমাদের এরকম আয়োজন গুলো অব্যাহত রাখতে বিশেষ একটা অর্থ ব্যয় হয়ে থাকে। 

তারই ধারাবাহিকতায় সকল অতিথি বৃন্দ আমাদেরকে সহযোগিতা করার কথা বলেন। 

আমরা মুবারকবাদ জানাই সকল দাতা ভাই বন্ধুগণকে।আর আমাদের জন্য আপনাদের বিশাল একটা সহযোগীতার হাত প্রসারিত করা একান্তকাম্য। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুবারকবাদ। 

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক কাজকে কবুল করেন। দেশ ও প্রবাসের সকলের নেক হায়াত কামনা করি,আমিন।


রিপোর্টার-Jahed Ahmed Nipu
Admin-NB World
YouTube Channel-JA NIPU


Comments

Popular posts from this blog

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়