তালামীযে ইসলামিয়া ৩নং নিজবাহাদুরপুর ইউ.পি শাখার আওতাধীন নিজবাহাদুরপুর আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। ক্বারী সাইদুল ইসলাম(শাকিল) সভাপতি, ক্বারী আব্দুস সামাদ সম্পাদক...
তালামীযে ইসলামিয়া ৩নং নিজবাহাদুরপুর ইউ.পি শাখার আওতাধীন নিজবাহাদুরপুর আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
ক্বারী সাইদুল ইসলাম(শাকিল) সভাপতি,
ক্বারী আব্দুস সামাদ সম্পাদক।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলাধীন ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন এর নিজবাহাদুরপুর আঞ্চলিক শাখার ২০২৩-২৪সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।০৪আগস্ট রোজ শুক্রবার, বাদ জুম্মা উত্তর নিজবাহাদুরপুর হাবিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীয শাখার সভাপতি হাঃ কামরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীয শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি- ক্বারী মোঃ জয়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি আব্দুর রহমান (অপু),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজবাহাদুরপুর আঞ্চলিক শাখার সাবেক সাধারন সম্পাদক ছাত্রনেতা রিপন আহমদ প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সাইদুল ইসলাম(শাকিল) -কে সভাপতি, আব্দুস সামাদ -কে সাধারণ সম্পাদক ও খন্দকার মারুফ আহমদ -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ হলেন-
সহ সভাপতি:-জাহিদুল ইসলাম(এমরুল),আসুক আহমদ। সহ সাধারণ সম্পাদক:-সামিউল ইসলাম(অপু),মাসুক আহমদ।
সহ সাংগঠনিক সম্পাদক:-কিবরিয়া আহমদ।
প্রচার সম্পাদক:-ইসমাইল হুসেন, সহ প্রচার সম্পাদক ফাহিম আহমদ।অর্থ সম্পাদক:-সিদ্দিকুর রহমান।
অফিস সম্পাদক:-এহসান মাহমুদ(সোহান),সহ অফিস সম্পাদক:-খন্দকার আব্দুল্লাহ আহমেদ, জুবায়ের আহমেদ(সাব্বির)।
প্রশিক্ষণ সম্পাদক:-আশরাফ হোসেন,সহ প্রশিক্ষণ সম্পাদক:-নুরু রহমান(মাহি)।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক:-হাফিজ সিজান মাহমুদ। সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক:-মামুন আহমদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক:-রাফাত আহমদ। সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক:-আবু তামিম, খন্দকার রাফি আহমদ।
সদস্য:-ইফাজ আহমদ,তাওহীদ আহমদ, মাহফুজ আহমদ, মামুন আহমদ,ছাদিক আহমদ, আব্দুলাহ আহমদ।
রিপোর্টার-Jahed Ahmed Nipu
ADMIN-NB World







Comments
Post a Comment