‘বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে হবে, যেটি এমনকি কোভিড-১৯ মহামারীর চেয়েও ‘মারাত্মক’ হতে পারে।’ এমনই এক সতর্কতা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

তিনি এমন সময় এই সতর্কতা জারি করলেন যখন কোভিড-১৯ পরবর্তী বিশ্ব কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা কোভিড-১৯ এর সমাপ্তি মানেই বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়।

তিনি বলেন, আরেকটি ভ্যারিয়েন্ট উদ্ভব হওয়ার হুমকি রয়ে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন স্রোত বয়ে নিয়ে যেতে পারে। এছাড়া আরও একটি নতুন ধরণের ভাইরাসও হানা দিতে পারে।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রিপোর্ট পেশ করার সময় ডব্লিউএইচওর প্রধান এসব কথা বলেন।

তিনি পরামর্শ দেন, যখন পরবর্তী মহামারী আঘাত হানবে – আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।


রিপোর্ট-জাহেদ আহমদ নিপু

Admin-NB World

Comments

Popular posts from this blog

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়