পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি সাহেব এর রাজনৈতিক পরিচয়

 

রাজনৈতিক ব্যক্তিত্ব—

জনাব মোঃ শাহাব উদ্দিন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। 

জাতীয় পরিচয় পত্র নং ৫৮২১৪০৭৮৭৬০৬৯। 

পিতাঃ মোঃ আব্দুর রহিম এবং 

মাতাঃ আনোয়ারা বেগম। 

স্ত্রীঃ শিরীন আক্তার। 

তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

জনাব মোঃ শাহাব উদ্দিন ১৯৭৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন এম,সি কলেজ থেকে বিএ (পাস) ডিগ্রি অর্জন করেন। 

তিনি ১৯৮২ সাল থেকে পরপর দুই বার বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০০৩ সন হতে অদ্যাবধি বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

১৯৮৪ ইং সন থেকে পরপর তিনবার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।


সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রথম বারেরমতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে “ডাক ও টেলিযোগাযোগ” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “বন ও পরিবেশ” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “ভূমি” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  

জনাব মোঃ শাহাব উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ২০১৪ সালের ০৫ জানুয়ারী নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। 

দশম সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান” মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ও গ্রীসের জাতীয় সংসদ এর মাননীয় সংসদ-সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন,সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদানসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের লক্ষ্যে “বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপ” এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হয়ে চতুর্থ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পান।

তিনি সরকারি কাজে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমীরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ওমান,স্পেন, পানামা, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ভিয়েতনাম, তুরস্ক ও মরিশাস ভ্রমণ করেছেন।

মোঃ শাহাব উদ্দিন রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। 

তিনি তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং এলাকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। আগামী দিনের জন্য শুভ কামনা।

জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।


রিপোর্ট-জাহেদ আহমদ নিপু

Admin-NB World

Comments

Popular posts from this blog

ঐতিহ্যবাহী নিজ বাহাদুরপুর গ্রামের যুবকদের উদ্যােগে গড়ে ওঠেছে নতুন এক সংগঠন নিজ বাহাদুরপুর ঐক্য পরিষদ

নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়