২০২৬ বিশ্বকাপ আর মেসিকে নিয়ে ভাবনা কী, জানালেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান
আর্জেন্টিনার ফুটবল কর্তারা এ নিয়ে কী ভাবছেন বা মেসিকে তাঁরা ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছেন কি না—এমন এক প্রশ্নের উত্তরে তাপিয়া ওলেকে বলেছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’
তাপিয়া এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তাঁর, যেগুলো সত্যিই তাঁর মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, “তোমার সময় শেষ।”’
মেসিকে নিয়ে এরপর এএফএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’

Comments
Post a Comment