Posts

Showing posts from April, 2023

লাইলাতুল কদরের স্বরুপ সন্ধান

Image
 মহান আল্লাহ্‌ সুবহানাহু তা’লা আমাদের প্রতি কতটা দয়াময় হলে আমাদের জন্য এমন রাতের ব্যবস্থা করেছেন যার এক রাত হাজার মাসের চেয়েও বেশি। আল্লাহ্‌ তা’লা বলেন,  لَیۡلَۃُ  الۡقَدۡرِ خَیۡرٌ  مِّنۡ  اَلۡفِ شَہۡرٍ  ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।(সুরা ক্বদর- আয়াত ৩)  হাজার মাস মানে ৮৩ বছরের চেয়েও বেশি, আর এই বেশি যে কততে গিয়ে থেমেছে তার হিসাব একমাত্র আল্লাহ্‌ সুবহানাহু তা’লাই ভালো জানেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ, যেখানে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের গড় আয়ু মোটামুটি ৬০-৭০ বছর সেখানে লাইলাতুল কদরের ১ রাতের ইবাদতে সে ৮৩ বছরের চেয়েও বেশি একটানা ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছে,যার অর্থ দাঁড়াচ্ছে তার সারা জীবনের আয়ুর চেয়েও বেশি আমল ১ রাতেই সে করতে পারছে আল্লাহু আকবার। লাইলাতুল কদর সম্পর্কে হাদীস:- আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন, “রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতেলাইলাতুল ক্দর অনুসন্ধান কর।” [সহীহ বুখারী (২০১৭) ও সহীহ মুসলিম (১১৬৯), তবে শব্দচয়ন ইমাম বুখারী] উবাদা ইবনে সামিত রাদিয়াল...

২৭ রমদ্বান বিদায়

Image
 আলহামদুলিল্লাহ্ আজকে ২৭ রমদ্বানের রাত মহান রাব্বিল আলামীনের কাছে আমরা আমাদের পিতা-মাতা এবং বিশ্বের সকল মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করি। আল্লাহ্ যেন সবার সকল গুনাহ মাফ করে দেন। আমিন।